সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
মোঃ কবির হোসেন, নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে এ,এসআই ইয়াকুব আলী সহ সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে মঙ্গলবার(০৭/০৪)রাতে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি সহ শ্যামগ্রামের ইয়াবা সম্রাট মো.আলম(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের নোয়াব আলীর ছেলে মো.আলম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে,একাধিকবার মাদক সহ পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।কিন্তু জামিনে বেড়িয়ে আবারও এ ব্যবসা দেদারসে চালিয়ে যাচ্ছে।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুর রহিম জানান,শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি কালে আলম কে ১০৫ পিস ইয়াবা বড়ি সহ গ্রেফতার করেন।
থানা সুত্র জানায়,আসামীদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে উক্ত আসামীকে রবিবার(০৮/০৪)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
দৈনিক কালের খবর /