বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণার আত্মহত্যা। কালের খবর রিয়াদে জমকালো আয়োজনে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কালের খবর কুষ্টিয়ায় পানি শুন্য গড়াই , নলকূপ উঠছে না পানি। কালের খবর
“হে মহান আল্লাহ” জাহাঙ্গীর আলম প্রধানকে, সভাপতি হিসেবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেতে চায় : ইউনিয়নের সাংবাদিকবৃন্দ

“হে মহান আল্লাহ” জাহাঙ্গীর আলম প্রধানকে, সভাপতি হিসেবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেতে চায় : ইউনিয়নের সাংবাদিকবৃন্দ

 

 

কালের খবর ডেস্ক  :

জাহাঙ্গীর আলম প্রধানকে, সভাপতি হিসেবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেতে চায় মনের খুশিতে, দল-মত নির্বিশেষে,তাকে চায় সবাই, সাধারন সাংবাদিকরা তাকে ভালোবাসে, চলে সে মিলে-মিশে, কথা বলে হাঁসি মুখে, দুঃসময় থাকে পাশে, ঝড়-তুফান উপেক্ষা করে চলে, রোদ বৃষ্টিতেও মাঠে-ঘাটে থাকে,থাকে রাজপথে,সকলের বিপদ-আপদে, সকলকে জড়িয়ে রাখে,নিজের আপনজনের মত করে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সাংবাদিকদের রুটি-রুজির চিন্তায় থাকে, সাংবাদিকদের কথা বলে, জাতির সামনে তুলে ধরে, পরিবার ভুলে থাকে, সাংবাদিকদের সুখ, দুঃখের সাথে মিশে আছে, আরামকে হারাম করে, ঝুঁকি নিয়ে কার্যালয় নিয়ন্ত্রন করেছে, ২৬ শে মার্চ ২০১৫ সালে, বসার অধিকার ফিরিয়ে এনেছে, ভাবতে হবে গভীরভাবে, বাস্তবতা মানতে হবে, না হয় বিবেক ধ্বংস করবে, ত্যাগীর নেতার মূল্য দিতে হবে, অবদান স্বীকার করতে হবে, তাতে বিবেক শান্তি পাবে, না হয় পস্তাতে হবে, আমাদের ত্যাগ বিফলে যাবে, তাতে আত্মায় কষ্ট পাবে, অন্তরকে পুড়িয়ে মারবে, হৃদয় জ্বালিয়ে ছাই করবে, জাহাঙ্গীর আলম প্রধানের কষ্টের মূল্যায়ন করতে হবে, তাতে সহযোগীদের আত্মা শান্তি পাবে, ঝুঁকির জীবন স্বার্থক হবে, সত্য প্রতিষ্ঠিত করতে হবে, ঝুঁকিতে যারা ছিল পাশে, তাদের অন্তর শান্তি পাবে, ত্যাগের মূল্যায়ন দিতে হবে, মূল্যায়ন কি এমনি আসবে, বসন্তের কত কোকিল আসবে, ভরা মাঠের ফসল খেতে, ফসল খেয়ে চলে যাবে, ঝুঁকিবাদীদের ঝুঁকির ত্যাগ বিফলে যাবে, তাই কোকিল তাড়াতে হবে, বিজয় কে ধরে রাখতে হবে, এসো সেই ত্যাগীরা-ত্যাগীদের পতাকা তলে, বিজয়ের পতাকা নাও হাতে তুলে, প্রধানের ত্যাগ ও অবদান যেও না ভুলে, ঐ চেয়ে দেখ ২৭শে এপ্রিল আসছে চলে, সময় কাজে লাগাও, ঐক্য বেঁধে দলে-দলে, কষ্ট, শ্রম যায়না বৃথা, যায়না বিফলে। “হে মহান আল্লাহ তায়ালা আপনার” গোলাম ও বান্দা, জাহাঙ্গীর আলম প্রধান, সাধারন সাংবাদিকদের জন্য ভবিষ্যতেও রাখতে চায় আরো অবদান, কাজ করার তৌফিক আপনি তাকে করুন দান।

মোঃ মতিউর রহমান সরদার, কালের খবর-/৭/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com