রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদারীপুরে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনে দুই পরিবারেরই আপত্তি। কালের খবর মাদারীপুরের কালকিনি উপজেলায় শিকারমঙ্গল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কালের খবর “পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে”-সাবেক এমপি শাহজাহান চৌধুরী। কালের খবর সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত। কালের খবর সীতাকুণ্ডে আওয়ামী ব্যবসায়ী নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মার্কেট ভাংচুরের অভিযোগ। কালের খবর নবীনগরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কালের খবর দুই হাজার নেতা কর্মী গণ সংবর্ধনা দিলো বিএনপি নেতা তজু মিয়াকে। কালের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি যেসব অপকর্মের হোতা ছিলেন। কালের খবর পরিস্থিতির স্বার্থে নাহিদের ‘বোন’ পরিচয় দিয়েছিলাম : ফাতিমা। কালের খবর কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে। কালের খবর
“হে মহান আল্লাহ” জাহাঙ্গীর আলম প্রধানকে, সভাপতি হিসেবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেতে চায় : ইউনিয়নের সাংবাদিকবৃন্দ

“হে মহান আল্লাহ” জাহাঙ্গীর আলম প্রধানকে, সভাপতি হিসেবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেতে চায় : ইউনিয়নের সাংবাদিকবৃন্দ

 

 

কালের খবর ডেস্ক  :

জাহাঙ্গীর আলম প্রধানকে, সভাপতি হিসেবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেতে চায় মনের খুশিতে, দল-মত নির্বিশেষে,তাকে চায় সবাই, সাধারন সাংবাদিকরা তাকে ভালোবাসে, চলে সে মিলে-মিশে, কথা বলে হাঁসি মুখে, দুঃসময় থাকে পাশে, ঝড়-তুফান উপেক্ষা করে চলে, রোদ বৃষ্টিতেও মাঠে-ঘাটে থাকে,থাকে রাজপথে,সকলের বিপদ-আপদে, সকলকে জড়িয়ে রাখে,নিজের আপনজনের মত করে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সাংবাদিকদের রুটি-রুজির চিন্তায় থাকে, সাংবাদিকদের কথা বলে, জাতির সামনে তুলে ধরে, পরিবার ভুলে থাকে, সাংবাদিকদের সুখ, দুঃখের সাথে মিশে আছে, আরামকে হারাম করে, ঝুঁকি নিয়ে কার্যালয় নিয়ন্ত্রন করেছে, ২৬ শে মার্চ ২০১৫ সালে, বসার অধিকার ফিরিয়ে এনেছে, ভাবতে হবে গভীরভাবে, বাস্তবতা মানতে হবে, না হয় বিবেক ধ্বংস করবে, ত্যাগীর নেতার মূল্য দিতে হবে, অবদান স্বীকার করতে হবে, তাতে বিবেক শান্তি পাবে, না হয় পস্তাতে হবে, আমাদের ত্যাগ বিফলে যাবে, তাতে আত্মায় কষ্ট পাবে, অন্তরকে পুড়িয়ে মারবে, হৃদয় জ্বালিয়ে ছাই করবে, জাহাঙ্গীর আলম প্রধানের কষ্টের মূল্যায়ন করতে হবে, তাতে সহযোগীদের আত্মা শান্তি পাবে, ঝুঁকির জীবন স্বার্থক হবে, সত্য প্রতিষ্ঠিত করতে হবে, ঝুঁকিতে যারা ছিল পাশে, তাদের অন্তর শান্তি পাবে, ত্যাগের মূল্যায়ন দিতে হবে, মূল্যায়ন কি এমনি আসবে, বসন্তের কত কোকিল আসবে, ভরা মাঠের ফসল খেতে, ফসল খেয়ে চলে যাবে, ঝুঁকিবাদীদের ঝুঁকির ত্যাগ বিফলে যাবে, তাই কোকিল তাড়াতে হবে, বিজয় কে ধরে রাখতে হবে, এসো সেই ত্যাগীরা-ত্যাগীদের পতাকা তলে, বিজয়ের পতাকা নাও হাতে তুলে, প্রধানের ত্যাগ ও অবদান যেও না ভুলে, ঐ চেয়ে দেখ ২৭শে এপ্রিল আসছে চলে, সময় কাজে লাগাও, ঐক্য বেঁধে দলে-দলে, কষ্ট, শ্রম যায়না বৃথা, যায়না বিফলে। “হে মহান আল্লাহ তায়ালা আপনার” গোলাম ও বান্দা, জাহাঙ্গীর আলম প্রধান, সাধারন সাংবাদিকদের জন্য ভবিষ্যতেও রাখতে চায় আরো অবদান, কাজ করার তৌফিক আপনি তাকে করুন দান।

মোঃ মতিউর রহমান সরদার, কালের খবর-/৭/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com