মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
দেখুন যশোরে একটি কবর থেকে বের হচ্ছে আগুন ও ধোয়া – এলাকাজুড়ে আতঙ্ক :
কালের খবর, যশোর :
দেখুন যশোরে কবর থেকে বের হচ্ছে আগুন ও ধোয়া – এলাকাজুড়ে আতঙ্ক । মৃতূর পরের জীবন হলো মানুষের আসল জীবন। দুনিয়ার পাপ পূন্যের হিসাব করা হবে মৃত্যুর পর। কবরে লাশ রাখার সাথে সাথে তার আযাব শুরু হয়ে যায়।
দুনিয়ার কোন মানুষ এই আযাব দেখতে পারে না। তবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা এমন অনেক নিদর্শন দেখান যাতে মানুষ সচেতন হতে পারে। ঘটনাটি যশোরের ঘোপ কবরস্থানের। ঘোপ কবরস্থানের একটি কবর থেকে বের হচ্ছে আগুন সাথে দম বন্ধ করা ধোয়া । দেখুন ভিডিওতে।
কালের খবর -/৭/৪/১৮