রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।
সোমবার ভলিবল স্টেডিয়ামে দৈনিক সাংগ্রামকে ২৫-৮ পয়েন্টে উড়িয়ে দিয়ে শীর্ষ আটে স্থান করে নিয়েছে জাগো নিউজ।
খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জাগো নিউজ। একতরফা খেলায় একবারের জন্যও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সংগ্রাম। ফলে ফলাফল যা হওয়ার হয়ও তাই। মাত্র ১০ মিনিটেই শেষে হয়ে যায় ম্যাচটি।
জাগো নিউজের চিফ রিপোর্টার মনিরুজ্জামান উজ্জ্বল ম্যাচ সেরার পুরস্কার পান।
জাগো নিউজের পক্ষে মাঠে নামেন- মনিরুজ্জামান উজ্জ্বল, ফজলুল হক শাওন, সিরাজুজ্জামান, রানা মাসুদ, মামুন আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মুরাদ হুসাইন, মেজবাউল হক এবং সাঈদ শিপন।