রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
কালের খবর ডেস্ক : শিরোপার খুব কাছে গিয়ে ফিরে আসতে হলো বাংলাদেশকে। শেষ বলে দিনেশ কার্তিকের ছয়ে বাংলাদেশকে হতাশায় ডোবালো ভারত।
শেষ ওভারটিতে মনে রাখবার মতো সৌম্যই ছিলেন বোলার। খেলা শেষে বলটি যখন সব খেলোয়াড়দের মাথার উপর দিয়ে বাউন্ডারি পার করলো, তখনই সবটা বুঝে মেনে নিয়েই সৌম্য মাঠে বসে পড়লেন, মাথা নুইয়ে গেল তার, কপাল ঠেকল পিচের খড়খড়ে বাস্তবতায়।
সৌম্য যেন ট্র্যাজেডির নায়ক হয়ে হতবাক হয়ে রইলেন আর তার দুঃখ নিমিষে মর্মবেদনায় রূপান্তরিত হলো কোটি মানুষের।
খেলা শেষে সৌম্য তার ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন- ‘সবার কাছেই আমি দুঃখিত, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আশা করি আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো’।