রবিবার, ০৫ মে ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর
চলছে-সুন্দরগঞ্জ-ও-নাসিরনগর-উপ-নির্বাচনে-ভোটগ্রহণ

চলছে-সুন্দরগঞ্জ-ও-নাসিরনগর-উপ-নির্বাচনে-ভোটগ্রহণ

কালের খবর প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গাইবান্ধা প্রতিনিধি জানান, সকাল ৮টায় সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ভোটারদের উপস্থিতি খুবই কম। নারী ভোটারদের দেখা যায়নি। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি টহল দিচ্ছে।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী (নৌকা), জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ)।

নির্বাচনের রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোন সমস্যা মোকাবেলায় সবখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকাল ৮টার দিকে নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র গিয়ে দেখা গেছে সেখানে মাত্র কয়েকজন পুরুষ ভোটার এসেছেন ভোট দিতে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুক মিয়া বলে, আমার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৯৫৮ জন। এখনও পর্যন্ত ভোটারদের কোনো ভিড় নেই। সকাল সোয়া ৮টা পর্যন্ত ২৪টি ভোট পড়েছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।

ভোটার কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো কমতি নেই। ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন, জাতীয় পার্টির (জাপা) রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আশরাফুল হক।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকারদলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। তিনিও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে আসনটি আবারও শূন্য হয়।

গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ছায়েদুল হক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যাওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৪ হাজার নয়জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার এক লাখ ৩৫ হাজার ৯৯ জন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com