বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও লেখক কাজী হায়াৎ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনহাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে হৃদরোগজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এ তথ্য জানান।
২০০৪ সালে এই নির্মাতার হার্টে চারটা রিং পরানো হয়। এরপর রিং ফেল করার পর ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয়। পুনরায় হার্টে সমস্যা দেখা দেওয়ায় নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি করা হয় কাজী হায়াতকে।
গত ৯ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন।
‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’ সহ অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াৎ। চলচ্চিত্র ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এ পর্যন্ত ৪৫টি চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়া বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনাও করেন তিনি। তা ছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।