রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
সৌদি আরব প্রতিনিধি, কালের খবর :
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি ও এর তাৎপর্য নিয়ে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সংগঠনের দপ্তর সম্পাদক আরিফুর রহমানের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেন্ডস্ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসার হোসেন বোরহান, সাইদুল হক সাইদ, জাহাঙ্গির আলম, বাবুল দাস, সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাচ্চু, মোহাম্মদ নাসিম, আযাদ আবুল কালাম, আব্দুল ওয়াদুদসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ।
সভায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কল্যাণেই বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর আহব্বানে সাড়া দিয়ে দেশের জন্য সেদিন লক্ষ-লক্ষ লোক জমায়েত হয়েছিল। আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আগামীতে শেখ হাসিনার হাতে বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তারা।
কালের খবর -/১০/৩/১৮