রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
কবির হোসেন কালের খবর : ভিক্ষাবৃত্তি নয় অাত্মসন্মান নিয়ে বাঁচুন-”
ভিক্ষুকদের সাবলম্বী হতে সহায়তা স্বরুপ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের নবীপূর বাজারে পূনর্বাসনের নিমিত্তে দেয়া হলো গবাদিপশু।
মোঃ অালকাস মিয়ার সঞ্চালনায়
গবাধিপশু বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জেপি দেওয়ান।
সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ মিয়া।
উপস্থিত ছিলেন লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন,ওয়ার্ড মেম্বার মামুন অাশরাফ,অাওয়ামীলীগ নেতা গনিমিয়া সহ অারো অনেকে।
কালের খবর -/৮/৩/১৮