বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের জেল! কালের খবর মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ। কালের খবর মা‌টিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। কালের খবর মাটিরাঙায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা। কালের খবর ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে জুলাই যোদ্ধা খাগড়াছড়ির হামিদুল সরকারকে আর্থিক অনুদান। কালের খবর গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন। কালের খবর সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোমতি ইউনিয়ন একাদশ। কালের খবর “চট্টগ্রামে বাগেরহাটবাসীর সরব প্রতিবাদ : ৪ আসনের দাবিতে মানববন্ধন। কালের খবর “ সাংবাদিকতা থেকে দালাল ও দুষ্টকীটদের বর্জন করুন’: কাদেরী শওকতের ডাক। কালের খবর
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু। কালের খবর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু। কালের খবর

 

মোঃ নিজাম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া, খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর : উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম। এ কার্যক্রমকে ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বুধবার (১৮ জুন) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদীন সরকার প্রমুখ বক্তব্য রাখেন.

কর্মসুচীর উদ্বোধন করে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের ফলে দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সময়মতো নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আসবে। আগামী নির্বাচনে প্রিয় নেতা আধুনিক খাগড়াছড়ির রূপকার ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
আওয়ামী লীগের প্রেতাত্বারা এখনো ঘাপটি মেরে বসে আছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। তারা যেন কোন ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জানান, কর্মসূচীর উদ্বোধনের পরপরই সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন তিনি।
এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী
ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক মু. আরিফুর রহমান সজল ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com