মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে : সড়ক উপদেষ্টা। কালের খবর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ময়মনসিংহ জেলায়। কালের খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কিউয়েসা) কর্তৃক আয়োজিত অর্থনীতির অভিবাসন ও দক্ষ জনশক্তি বাংলাদেশ প্রসঙ্গ শীর্ষক এক সেমিনার। কালের খবর পিএইচডি ডিগ্রী অর্জন করলেন আরিফুর রহমান। কালের খবর কক্সবাজারের শাপলাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাসে থাকা ০২ জন গ্রেফতার। কালের খবর মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন। কালের খবর কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতির ভাইয়ের উপর ‍স্থানীয় সন্ত্রাসীদের বর্বরচিত হামলা। কালের খবর নলডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ীতে ডাকাতি। কালের খবর রায়পুরায় মানসিক প্রতিবন্ধী নিখোঁজ। কালের খবর মাটিরাঙায় বিজিবির অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর
মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন সভাপতি মুরাদ ও সম্পাদক জালাল। কালের খবর

মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন সভাপতি মুরাদ ও সম্পাদক জালাল। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, কালের খবর :
বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ বাংলা রেস্তোরাঁর কনফারেন্স রুমে দ্বি-বার্ষিক সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এন এ মুরাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জালাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক সাদিক হোসেন মামুন, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুক তাপস, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার সুভাষ সাহা ও অধ্যাপক শাহআলম জাহাঙ্গীর।

দ্বি-বার্ষিক সম্মেলনে সিয়াম খান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এন এ মুরাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগান্তর পত্রিকার কুমিল্লা ব্যুরো ও আরটিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের। তিনি বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। স্বাধীন গণমাধ্যম যত শক্তিশালী হয়, দেশ তত উন্নত হয়। কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করা হয়, যা রুখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।”

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মোঃ আক্তার হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, তথ্য ও আইসিটি সম্পাদক প্রিয়ন্ত মজুমদার, প্রচার সম্পাদক শহীদুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও কার্যনির্বাহী ও সাধারণ সদস্য পদে রয়েছেন আবদুল্লাহ আল মেহেদী, গোলাম মোস্তফা, ইব্রাহীম মুন্সি, জাকির হোসেন, আব্দুল আলীম, বশির আহমেদ ডালিম, নাজমুল হোসেন, আজিজুল হক, মুশফিকুর রহমান, নাদিমুল আল তানভীর, এরশাদ মিয়া, মামুন সরকার, নাঈম, মাইন উদ্দিন বাহাদুর, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, সিয়াম খান।

নতুন কমিটি সাংবাদিকদের অধিকার ও পেশাগত মান উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com