বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাঁট বসিয়ে জনগনের প্রশংসায় ইউএনও। কালের খবর মাটিরাঙ্গা হাসপাতালের রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন বিএনপি নেতা কাজল। কালের খবর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহনের আহবান জানালেন ওয়াদুদ ভুইয়া। কালের খবর সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ৭ দফা। কালের খবর সাবেক মন্ত্রী তাজুল ইসলামকে ৫ কোটি টাকা উৎকোচ দিয়ে প্রকৌশলী আব্দুল বারেক নিয়োগ পান ২০২৪ এর জানুয়ারীতে। কালের খবর চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাব ঢাকা এর আয়োজনে সম্প্রীতি ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর উৎসব ভাতা-ন্যার্য বাড়ি ভাড়া দাবি বিএমজিটিএ। কালের খবর ঢাকাতে আবদুল্লাহ আল নোমান এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরের তিতাস নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। কালের খবর
চিরিরবন্দরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কালের খবর

চিরিরবন্দরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কালের খবর

 

বিশেষ প্রতিনিধি, কালের খবর : দিনাজপুরের চিরিরবন্দরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব বুদ্দীন সরকার, দারুল ফালাহ আলিম মাদরাসা এন্ড বি এম টি কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী।
জানা গেছে, এ বছর বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২৩ ডিসেম্বরে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে। উল্লিখিত সময়সূচি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায় পর্যন্ত (শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয়) অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরিতে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। উপজেলা-থানা পর্যায়ে ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উপ-অঞ্চল পর্যায়ে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৫ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে খেলা বা বন্ধ থাকবে বলে বলা হয়েছে। অঞ্চল পর্যায়ে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় পর্যায়ে ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো হল- বালকদের তিন গ্রুপে সর্বোচ্চ ১৪টি পর্যন্ত খেলা রয়েছে। বালিকাদের দুই গ্রুপে সর্বোচ্চ ১১টি পর্যন্ত খেলা রয়েছে।
সভায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন অতিথিবৃন্দ।
প্রতিযোগিতা সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এ সময় উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ক্রিড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com