সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক :পুলিশ শুধু মানুষের জানমালের নিরাপত্তা দেয় না। সেই সাথে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে কাজ করে। পুলিশের পেট্রোলিং বাড়লে অপরাধ কমে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ডিএমপিকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি’বিকাল সাড়ে ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহবুব উল আলম ডিএমপি কমিশনার এর হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় ডিএমপি’র ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের দৈনন্দিন টহল কাজ, পুলিশের মোবিলিটি বাড়ানো ও অপরাধ দমনের জন্য গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগকে একটি নতুন টয়োটা হাইএস মাইক্রোবাস উপহার দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
কমিশনার বলেন, বাংলাদেশের ব্যাংকি খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ব্যাংক। দেশের উন্নয়নে ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করবো। পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানাবিধ উদ্যোগ নেয়ার পাশাপাশি তা বাস্তবায়ন করছে। সেই সাথে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসছেন সমাজের বিশিষ্ঠজনরা। নগরবাসীর নিরাপত্তা দেয়া ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব। একটি গাড়ি দেয়ার চেয়ে বড় কথা আমাদের একসাথে কাজ করার আরো একটি দিক উন্মোচিত হলো। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ‘পিপলস ফ্রেন্ডলি পুলিশিং’ করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। এই গাড়ি আমাদের শ্রী বৃদ্ধির জন্য নয়, জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। ডিএমপি’র পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।