রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
মোঃ কবির হোসেন, নবীনগর, কালের খবর :
শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে পাঠানো কম্বল বিতরন হচ্ছে ঠিক এ সময়ে !!
যখন গৃষ্মের তাপাদহ কড়া নাড়ছে দরজায়….
২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদে বিতরন করা হয় দুই শতাধিক কম্বল।
শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অামির হুসেন বাবুল ইউনিয়ন পরিষদ সদস্য অালম মেম্বার,বোরহান উদ্দীন ছোট্টু মেম্বার,নজরুল ইসলাম মেম্বার,মহিলা সদস্য ফাতেমা বেগম ও শারমিন অাক্তারের তত্বাবধানে বিতরন করা হয় উক্ত কম্বল গুলো।
অনুসন্ধানে জানা যায়,যথাসময়ে বিতরনের সদিচ্ছা থাকলেও মামলা মোকদ্দমা সহ বিভিন্ন জটিলতার কারনে এতোদিন কম্বলগুলো বিতরন করা সম্ভব হয়নি।
কালের খবর /২৭/২/১৮