বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
আওয়ামী লীগের খুন,সন্ত্রাস, ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল এর নেতৃত্বে রাজধানীর তুরাগ, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিণখান ও উত্তরখান থানা ছাত্রদলের অবস্থান কর্মসূচি এবং বিমানবন্দর থানা ছাত্রদলের অবস্থান ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম হাসিনার ডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প এর ছবি নিয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়।
গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে গুজব উঠে কাল রাত থেকে মাঠে নামতে পারে পতিত দল আওয়ামী লীগ। সামাজিক প্রচারে উঠে আসে উত্তরার রাজপথে থাকার ঘোষণাও। এমন খবরে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে রাতে ও দিনে থানায় থানায় পাহারা বসায় ছাত্র দলের নেতারা। এসময় ছাত্রদল নেতারা উত্তরার রাজপথে মিছিল মিটিং ও অবস্থান কর্মসূচি চালু রাখে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরার কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি।
ছাত্র দলের মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক রবিউল আউয়াল ভূইয়া রবি, তুরাগ থানা ছাত্রদলের সভাপতি সজল, সাধারণ সম্পাদক জাকির ও সিঃ সহ সভাপতি রনি, উত্তরা পশ্চিম থানার সভাপতি শোয়েব, দক্ষিণখান থানার সভাপতি সাইফ, উত্তরখান থানার সভাপতি আবির, বিমানবন্দর থানার সভাপতি রিপন, সিঃ সহ সভাপতি আশিক, সাংগঠনিক সম্পাদক পাভেল, যুগ্ম সম্পাদক শাকিল, উত্তরা পূর্ব থানার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাবু। এছাড়া বিমানবন্দর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী ও যুগ্ম আহবায়ক জাফর সহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।