রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যশোরে দুই ঘন্টার ব্যবধানে দুই খুন। কালের খবর রাষ্ট্রের ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন মোটেও কাম্য নহে-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন। কালের খবর বসুন্দিয়ায় ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ ও ইফতার পার্টি অনুষ্ঠিত। কালের খবর কুরআন নাজিলের মাসে ইসলামী শাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে : আহমদ আবদুল কাইয়ূম। কালের খবর শাকিবের জন্মদিনে শেষ ছক্কা হাঁকালেন অপু!। কালের খবর নারান্দিয়ার মুড়ির নেই কোনো জুড়ি। কালের খবর ইউএনও’র মাধ্যমে প্রতিবন্ধী শামীমের কর্মসংস্থান মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু। কালের খবর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে নাম করণ। কালের খবর চট্রগ্রামের সিটি মেয়রের সাথে চবি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ। কালের খবর মুরাদনগরে ১৪৭ দরিদ্র পরবারের  মাঝে ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর
ত্রিদেশীয় সিরিজে প্রধান কোচ কোর্টনি ওয়ালশ

ত্রিদেশীয় সিরিজে প্রধান কোচ কোর্টনি ওয়ালশ

ক্রীড়া প্রতিবেদক,কালের খবর: শ্রীলঙ্কায় আর কদিন বাদে শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টনি ওয়ালশকে।

অবশ্য এই ক্যারিবীয় পেসার বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার মূল দায়িত্ব পেয়েছেন তিনি।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

নাজমুল হাসান তিনি বলেন, ‘এই কদিনের আলোচনায় একটা কথা আলোচনা এসেছে, সিনিয়র কাউকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলে ভালো হবে। সে বিবেচনায় শুধু নিদাহাস ট্রফিতে ওয়ালশ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। কারণ, এই সিরিজের আগে আমরা নতুন কাউকে পাচ্ছি না। তাই ক্যারিবীয় পেসারকে এই দায়িত্ব দেওয়া হয়।’

আঙুলের চোটে দলের বাইরে থাকা টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। তবে শুরুর দিকে খেলতে না পারলেও শেষ দিকে দু-একটি ম্যাচ খেলতে পারেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের বল করতে কোনো অসুবিধা নেই। তবে ব্যাটিংয়ে কিছুটা সমস্যা রয়েছে। আমাদের বিশ্বাস সে (সাকিব) খেলবে। হয়তো শুরুর দিকে দু-একটি ম্যাচ নাও খেলতে পারে। তাবে দলের সঙ্গে যাচ্ছে। অধিনায়কও সেই থাকছে। ম্যাচে সে খেলতে না পরলে মাহমুদউল্লাহ নেতৃত্ব দেবেন।’

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি দলে আবার ফেরা নিয়ে।

নাজমুল হাসান বলেন, ‘মাশরাফিকে আমি ব্যক্তিগতভাবে আগেই বলেছিলাম এই সিরিজে খেলার জন্য, সে কিছুই বলেনি। তাঁকে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছিল, কিন্তু না করে দিয়েছে। সে খেলতে ইচ্ছুক না। সে কারণে মাশরাফিকে এই দলে রাখা হয়নি।’

অবশ্য সিরিজের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনও এই সিরিজে দলের সঙ্গে থাকছেন। তবে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com