শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
ত্রিদেশীয় সিরিজে প্রধান কোচ কোর্টনি ওয়ালশ

ত্রিদেশীয় সিরিজে প্রধান কোচ কোর্টনি ওয়ালশ

ক্রীড়া প্রতিবেদক,কালের খবর: শ্রীলঙ্কায় আর কদিন বাদে শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টনি ওয়ালশকে।

অবশ্য এই ক্যারিবীয় পেসার বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার মূল দায়িত্ব পেয়েছেন তিনি।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

নাজমুল হাসান তিনি বলেন, ‘এই কদিনের আলোচনায় একটা কথা আলোচনা এসেছে, সিনিয়র কাউকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলে ভালো হবে। সে বিবেচনায় শুধু নিদাহাস ট্রফিতে ওয়ালশ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। কারণ, এই সিরিজের আগে আমরা নতুন কাউকে পাচ্ছি না। তাই ক্যারিবীয় পেসারকে এই দায়িত্ব দেওয়া হয়।’

আঙুলের চোটে দলের বাইরে থাকা টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। তবে শুরুর দিকে খেলতে না পারলেও শেষ দিকে দু-একটি ম্যাচ খেলতে পারেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের বল করতে কোনো অসুবিধা নেই। তবে ব্যাটিংয়ে কিছুটা সমস্যা রয়েছে। আমাদের বিশ্বাস সে (সাকিব) খেলবে। হয়তো শুরুর দিকে দু-একটি ম্যাচ নাও খেলতে পারে। তাবে দলের সঙ্গে যাচ্ছে। অধিনায়কও সেই থাকছে। ম্যাচে সে খেলতে না পরলে মাহমুদউল্লাহ নেতৃত্ব দেবেন।’

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি দলে আবার ফেরা নিয়ে।

নাজমুল হাসান বলেন, ‘মাশরাফিকে আমি ব্যক্তিগতভাবে আগেই বলেছিলাম এই সিরিজে খেলার জন্য, সে কিছুই বলেনি। তাঁকে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছিল, কিন্তু না করে দিয়েছে। সে খেলতে ইচ্ছুক না। সে কারণে মাশরাফিকে এই দলে রাখা হয়নি।’

অবশ্য সিরিজের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনও এই সিরিজে দলের সঙ্গে থাকছেন। তবে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com