শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
মোঃ কবির হোসেন কালের খবর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে। শুধু পথিগত বিদ্যা শিখে বড় বড় ডিগ্রী নিলেই আলোকিত মানুষ হওয়া যায় না।
রবিবার (২৫/০২)বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে রতনপুর আবদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি বলেন।
আসাদুজ্জামান নূর এমপি বলেন,যন্ত্রের মত আমাদের শিশুদের মানুষ তৈরি করে কোন লাভ নেই, আলোকিত মানুষ হতে হলে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সাংস্কৃতি, কবিতা, সংগীত, নাটকসহ সকল বিষয়ে জ্ঞ্যাণ অর্জন করলেই আলোকিত মানুষ হওয়া যায়।আমাদের এ তরুন প্রজন্মের ভিতরে সাহিত্য সংস্কৃতির চর্চা না থাকায় অন্ধকার জগতে জঙ্গীবাদের দিকে তারা ধাবিত হচ্ছে।
তিনি হলি আটিজম হোটেলে জঙ্গীবাদের নির্মম হত্যাকান্ডে চিত্রি তুলে ধরে বাংলার ঘরে যেন আর জঙ্গিবাদ সৃষ্টি না হয়ে সে জন্য সু-শিক্ষায় আলোকিত মানুষ হয়ে সোনার ডিজিটাল বাংলা গড়ার আহবান জানান।
মন্ত্রী নবীনগর প্রেসক্লাবের আবেদনের দাবীর প্রেক্ষিতে নবীনগরে একটি সংস্কৃতিক কমপ্লেক্স নির্মানের ঘোষনা দেন।
বিদ্যালয়ে স্থাপিত ‘মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী একুশে পদকপ্রাপ্ত,নবীনগরের কৃতি সন্তান নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জাহিদ হোসেন সাকিল এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি এবাদুল করিম বুলবুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,ঢাকা দক্ষিন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা পরিষদ সদস্য ও পৌর আ’লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, নবীনগর প্রেসক্লাব সভাপতি সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন, রতনপুর ইউপি চেযারম্যন মোঃ রুহুল আমীন, শিল্পকলা একাডেমী সেক্রেটারী সঞ্জয় সাহা, শ্রীকাইল কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, এ,এস,পি চিত্ত রঞ্জন পাল, ওসি আসলাম সিকদার, রতনপু আবদুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার আলেয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার, জেলা পরিষদ সদস্য ডাঃ মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য সোনিয়া আক্তার সুচী, জেলা পরিষদ সদস্য প্রভাষক নূরুন্নাহার বেগম, শিল্পপতি সমাজসেবক মো. আবদুল হক, কেন্দ্রীয় যুবলীগ নেতা জহির উদ্দিন সিদ্দিক টিটু, কেন্দ্রীয় সাংস্কৃতি ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার শিউলীসহ এলাকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ওয়োজেদ উল্লাহ জসিম ও নরায়নগঞ্জ জেলা সংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা সৈয়দা শাহিদা আক্তার ।
মোঃ কবির হোসেন, নবীনগর, কালের খবর :