মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
জেল প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :
দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের অর্ধেকই কন্যাশিশু উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, তাই আমাদের ভবিষ্যতের নাগরিক এই কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের বিকাশের সব সুযোগ নিশ্চিত করতে এবং তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসুচীর আয়োজন করে।
আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশার ভূমি মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্চ ইন্সট্রাক্টার মো.আজগর হোসেন ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ডলি মারমা প্রমুখ বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক স্বাগত বক্তব্য রাখেন।
কণ্যাশিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, তাদের বিকাশের সব সুযোগ নিশ্চিত করতে এবং তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। কন্যাশিশুদের চোখে দেখতে হবে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।
এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মাটিরাঙা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ফ্রিডম স্কোয়ারে এসে শেষ হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা ও মাটিরাঙা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ছাড়াও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।