রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
……………………….
ভূয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অভিযোগ বুথ খোলার সিদ্ধান্ত।
……………………….
ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াছিন আরাফাত আশিক / মোহাম্মদ মাহফুজ / মো. কবির হোসেন, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাংবাদিকতার মানোন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে ভূয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লাকে উপদেষ্টা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজুকে আহবায়ক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীনকে সদস্য সচিব,সাবেক সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, কায়নির্বাহী কমিটির ফরহাদুল ইসলাম পারভেজ ও প্রেস ক্লাব সদস্য জালালউদ্দিন রুমীকে সদস্য করে এ কমিটি হয়েছে। গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভূয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা বিষয়ে প্রেস ক্লাবে অভিযোগ বুথ খোলার সিদ্ধান্ত হয়। এতে লিখিত ভাবে অভিযোগ দেয়া যাবে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার প্রেস ক্লাবকে এ কার্যক্রমে সম্পৃক্ত করে পুরো জেলায় ভূয়া সাংবাদিকদের তালিকা প্রণয়ন, অপসাংবাদিকতার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পেশাদারিত্ব, সৎ নির্ভীক সাংবাদিকতার লক্ষ্যে, সাংবাদিকতার মানোন্নয়নে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির আহবায়ক মোহাম্মদ আরজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টাবৃন্দ প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, কমিটির সদস্য সচিব আল আমীন শাহীন, সদস্য সৈয়দ মোঃ আকরাম,ফরহাদুল ইসলাম পারভেজ, জালালউদ্দিন রুমী।