রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক : প্রয়াত জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশুবাগ বিদ্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিবারের পক্ষ থেকে আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, আমার বাবা আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তার প্রতিষ্ঠিত শিক্ষা-প্রতিষ্ঠানে পড়ালেখা করে বর্তমানে অনেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।