সোমবার, ১৩ মে ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে মুরাদনগরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু। কালের খবর কুতুবপুর ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রয়াত বাবার দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর
তাড়াশে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত। কালের খবর

তাড়াশে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে তাড়াশ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের পক্ষ্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ তাড়াশ উপজেলা কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াশ উপজেলা শাখা, তাড়াশ উপজেলা পরিষদ, তাড়াশ পৌরসভা, তাড়াশ থানা, তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতি, স্কাউট দল, বেসরকারি এনজিও সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক- সাহিত্য সংগঠনের নেতারা।

পরে বর্ণাঢ্য র‌্যালি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতেও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

দিবসটি উপলক্ষে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ছিলো এই ভাষণ। এ ভাষণের কথামালা বাঙালির হৃদয়ের সাহস সঞ্চার করে।
তিনি বলেন, বঙ্গবন্ধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশের মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পম পঃ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস ছালাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন, তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা সিরাজুল হক সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com