রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রায়পুরায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায়, চরমভাবে ক্ষিপ্ত চিকিৎসা বঞ্চিত এলাকাবাসী। কালের খবর খাগড়াছড়িতে বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন পার্বত্য উপদেষ্টা। কালের খবর রায়পুরায় বৃদ্ধ দারিদ্র্য কৃষকের শেষ সম্বল গবাদিপশু ও বসতঘর পুড়ে ছাঁই। কালের খবর পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ। কালের খবর ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’। কালের খবর তারেক রহমান এর ৩১ দফা : একটি টেকসই বাংলাদেশের স্বপ্ন। কালের খবর রাজধানীর ডেমরায় বিএনপি নেতাদের হুমকি-ধমকি, থানায় জিডি। কালের খবর রাজধানীর ডেমরায় এলাকাবাসীর ওপর পুলিশ লাইনের সদস্যদের হামলার অভিযোগ। কালের খবর মা‌টিরাঙ্গায় সেনা অ‌ভিযা‌নে আট লাখ টাকার অ‌বৈধ ভারতীয় পণ্য জব্দ। কালের খবর সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। কালের খবর

মুরাদনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে  গতকাল শনিবার (২ মার্চ) সকালে  সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বিভিন্ন উপজেলার গ্রামের অসহায় মহিলাদের স্বাবলম্বী করে গড় তুলতে তিন মাসব্যাপী হাতে-কলমে শিক্ষার এই আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ২০ জন অসহায় ও কলেজপড়ুয়া নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বসুন্ধরা শুভসংঘের নিয়োগকৃত একজন নারী টেইলারিং মাস্টার তাদের প্রশিক্ষণ দেবেন।
এ সময় প্রশিক্ষণ নিতে আসা বিদবা লাকি আক্তার বলেন, ‘ মা-বাবা শখ করে লাকি নাম রেখেছেন। অথচ পুরা জিবনই আমার আনলাকি! অল্প বয়সে দুটি সন্তান রেখে স্বামী মারা গেছেন। মেয়ে বড় হচ্ছে, ছেলে ছোট। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাই। সন্তানের ভবিয্যৎ ভাবনায় রাতে ঘুম হয় না। বসুন্ধরা মালিক আমাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে, আবার শিক্ষার শেষে মেশিন দিবে এমন খবর পেয়ে এখানে আসলাম। যদি মিশিন পাই এবার নতুন করে জীবন সঁাজানো যাবে।’
বাবা হারা বৃষ্টি আক্তার (১৬)। দশম শ্রেণী পর্যন্ত লেখা-পড়া করেছে। ছোটবেলায় বাবা মারা গেছে, টানাটানির সংসারে পড়াশোনা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি তার। এত অল্প লেখা-পড়া দিয়ে নিজের পায়ে দঁাড়ানোর কোন উপায় ছিলো না তার কাছে। সেলাই শিখে মেশিন পেয়ে সংসারের চঁাকা সচল করার প্রত্যয় ব্যক্ত করে বৃষ্টি।
মুরাদনগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। মুরাদনগর শুভসংঘের উপদেষ্ঠা প্রভাষক আজিজুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ ধর, উপজেলা নির্বাচন কর্মকতার্ মো.সাহিদ হোসেন,সাংবাদিক হাবিবুর রহমান,শামীম আহমেদ এন.এ.মুরাদ,আক্তার হোসেন ভূইয়া, ফয়জুল ইসলাম ফয়সাল,আজিজুল হক, সাজ্জাদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআর থেকে তেলাওয়াত করেন মাও.জসিম উদ্দিন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com