বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
কক্সবাজার থেকে নুরুল আবছারের পাঠানো তথ্য চিত্র, কালের খবর : কক্সবাজারে স্পা সেন্টারে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
রবিবার রাত ১১ টার দিকে কলাতলীর ওয়ার্ল্ড বিচ রিসোর্টের গ্লামার ওয়ার্ল্ড স্পা নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক সহ ৫ জন নারীকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজারে স্পা সেন্টারের নামে প্রতিনিয়ত অনৈতিক কার্যকলাপ সংগঠিত হয়, ট্যুরিস্ট পুলিশ এই অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে, এবং কক্সবাজারে কোন অপরাধ চক্রকে সুযোগ দেওয়া হবে না।
সিন্ক : ডিআইজি
পরে রাত ১ টার দিকে বীচের ঝাউবন থেকে ৫ জন এবং সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে ১ জন সহ মোট ৬ জন থার্ড জেন্টারকে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার কারণে আটক করা হয়েছে।