বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:০০ অপরাহ্ন
এম আই ফারুক আহমেদ, কালের খবর :
রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী-২৪) বিকালে রুপগঞ্জের মাটি ও মানুষের নেতা গোলাম দস্তগীর গাজী এমপি’র নির্দেশে কায়েতপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলীর অর্থায়নে ৩ হাজার শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। শীতবস্ত্র কম্বল পেয়ে নাজমা বেগমসহ অনেকেই রুপগঞ্জের মাটি ও মানুষের নেতা গোলাম দস্তগীর গাজী এমপি এবং চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলীর প্রতি কৃতজ্ঞতা সহ তাঁদের জন্য দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, সেলিনা আক্তার রীতা, আওয়ামীলীগ নেতা শ্রী রবি রায়, ইউপি সদস্য ওমর ফারুক ভূইয়া, মতিন ভূইয়া, মানিক মিয়া, মোহাম্মদ সুরুজ ইসলাম প্রমূখ।