বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুই জেলায় চাঞ্চল্যকর হত্যা বস্তাবন্দী লাশ ও ছেলে হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব-১০। কালের খবর জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরাও সহযোদ্ধা। কালের খবর বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ। কালের খবর পানছড়ি সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। কালের খবর যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ও আ. লীগ নেতা আল আমিন গ্রেপ্তার। কালের খবর ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত। কালের খবর ভারী বর্ষণে ডেমরায় ডুবছে সড়ক ও নিম্নাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠানেও জমছে পানি। কালের খবর সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের জেল! কালের খবর মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ। কালের খবর মা‌টিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। কালের খবর
বাঘারপাড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ। কালের খবর

বাঘারপাড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ। কালের খবর

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া, কালের খবর :
যশোরের বাঘারপাড়া উপজেলার পল্লীতে বসতি ও দোকান ঘরে আগুন লেগে ক্ষতি গ্রস্থ হয়েছে একটি পরিবার । আগুনে সর্বস্ব হারানো পরিবারের সহযোগীতা মূলক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশে দাড়িয়েছেন ইউপি চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। ঘটনাটি ঘটেছে ৭ জানুয়ারি রোববার দিবাগত রাত্রে উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ নিত্যানন্দপুর গ্রামে। ক্ষতি গ্রস্থ মোঃ আকছেদ আলী ও প্রতিবেশি সূত্রে জানাযায়, সারাদিন কর্মব্যস্ততা মধ্যদিয়ে পার করে এদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ে।

গভীর রাতে হঠাৎ আকছেদ আলীর স্ত্রী ঘরের ভিতর আগুন জ্বলছে দেখতে পেয়ে তার আত্ম চিৎকারে আশপাশের মানুষের ঘুম ভেঙ্গে যায়। এসময় প্রতিবেশী স্বজনরা, আগুন নেভানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়।

বাচাতে পারেননি ঘরের ভিতর জিনিসপত্র। প্রত্যাক্ষদর্শীরা বলেন, বসবাসের ঘরের সাথে মুদি দোকানের পাশে ছিলো বিছালির ঘর। বিছালি ঘরের পাশে বৈদ্যুতিক মিটার ছিলো, সেখান থেকেই অগ্নি সংযোগ ঘটেছে এমন ধারনা। তাছাড়া ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। আকছেদ আলীর মেয়ে কাপড়ের ব্যবসা করতেন। ঘরের ভিতর কাপড়ের গাইট, লেপতোশক,

পোশাকাদি, খাদ্যদ্রব্য সহ সমস্ত কিছু মুহুর্তের মধ্যে পুড়ে ভুষিভূত হয়ে যায়। তাদের দাবি এই আগুনের ঘটনায় তাদের ৪ লক্ষ টাকার উর্ধে মালামাল পুড়ে গেছে। ওই রাতেই স্থানীয় ইউপি সদস্য শেখ শাহাবুদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন। খবর পেয়ে

৮ জানুয়ারি সকালে ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত ক্ষতি গ্রস্থ পরিবারের খোঁজ খবর নিয়েছেন। এবং ক্ষতি গ্রস্থ পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া ও সোমবার দুপুরের পর বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস ও কমরেড বিপুল কান্তি বিশ্বাস তাদেরকে আর্থিক সহযোগিতা সহ খাদ্য দ্রব্য শীতবস্ত্র পোশাকাদি নিয়ে পাশে দাড়িয়ে দাড়িয়েছেন। একই ভাবে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তাসলিমুর রহমানের নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ খাদ্য দ্রব্য, শীতবস্ত্র কলম্ব, পোশাকাদি নিয়ে ছুটে আসেন আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নাজিম উদ্দীন, সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটো, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড পলাশ বিশ্বাস, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান, বাঘারপাড়া উপজেলা কমিটির সদস্য কমরেড আঃ সবুর মোল্লা, কমরেড আঃ রশিদ শেখ প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com