সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
মোঃ আবু কাওছার মিঠু,
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ২৯ নভেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফয়সাল হকের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন ও ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়াু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল ২৯ নভেম্বর বুধবার বিকেল পনে পাঁচটা পর্যন্ত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।