সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংগঠন সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ সভাপতি ডা. দীলিপ কুমার রায়, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুরাদ প্রমুখ। এদিন বিকেলে শান্তি সমাবেশ করে দক্ষিণ আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তাফ জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এদিন দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে জিপিও ঘুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দি, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাত, উপ-দপ্তর সম্পাদক আরিফুজ্জামানসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াতের কোনো চক্রান্ত বাংলার মার্টিতে সফল হবে না। বিএনপি জামায়াতকে প্রতিহত করতে আওয়ামী যুবলীগ যথেষ্ট। বিএনপিকে প্রতিরোধ করতে যুবলীগ সদাপ্রস্তুত রয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ করে দেওয়ার জন্য বার বার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করতে প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ করা হবে। বিক্ষোভ মিছিল করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর নেতৃত্ব বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়, আব্দুল আলিম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, মো. নাসির, ফারুক আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আ ফ ম মাহবুবুল হাসান, আরিফুর রহমান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হরতালের প্রতিবাদে সমাবেশ করে ডেমরা থানা আওয়ামী লীগ। থানার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াছমিন লাকী, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু, ৬৪নং ওয়ার্ডের ৫নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব কিরন মানিক, ডেমরা থানা যুবলীগের সভাপতি আব্দুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মো: মিজান প্রমূখ। বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হোসেন মাসুদ, ৯৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হাসান সোহেলসহ বিভিন্ন ওয়ার্ড নেতারা। মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে যাত্রাবাড়িতে হরতাল বিরোধী সমাবেশ করা হয়। এতে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এম এ মান্নান, কদমতলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শারমিন রহমান কাকলি প্রমুখ। বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। নগর উত্তরের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পির নেতৃত্বে শান্তি ও বিক্ষোভ সমাবেশ করে কাফরুল থানা আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় হরতাল সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মাঠে নামার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন কাফরুল থানা আওয়ামী লীগ। এছাড়াও সারাদেশেই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে এদিন বিকেলে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এতে বক্তব্যে রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুস রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাহজাহান খান, লে. কর্নেল (অব) মো. ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইঞ্জি. আব্দুস সবুর প্রমুখ।