মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
মোঃ সোহেল রানা (ঠাকুরগাঁও) প্রতিনিধি, কালের খবর : মহানবী হযরত মুহম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদ হতে একটি র্যালি বের হয়।র্যালিটি রামনাথহাট হয়ে রুহিয়া কর্ণফূলি সিনেমা হল হয়ে রুহিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিণ্ন সড়ক প্রদক্ষিন শেষে রুহিয়া চৌরাস্তায় এসে শেষ হয়।
এ সময় আলহাজ্জ আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ছারছিনা দরবার শরিফের রংপুর বিভাগীয় মুবাল্লীগ আলহাজ্জ বসির আহম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুজাহারুল ইসলাম,সুপার মহিউল ইসলাম,সুপার খাদেমুল ইসলাম,মওলানা মহিরুল ইসলাম,সিদ্দিকুর রহমান প্রমুখ।