শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
আবেদ হোসাইন,যশোর প্রতিনিধ, কালের খবর : এক যুগ আগে যশোর মেডিকেল কলেজ চালু হলেও হাসপাতাল বাস্তবায়ন হয়নি। ৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছেন যশোরবাসী। অবশেষে যশোরবাসীর প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যশোর মেডিকেল কলেজে ৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের নাম অ্যাস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড হসপিটাল অ্যান্ড এনসিলারি ভবন ইন যশোর।
জানা যায়, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হয়। ২০১০-১১ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। তখন কলেজের কাজ চলত যশোর জেনারেল হাসপাতালে। ২০১৬ সালের আগস্ট মাসে শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় হরিনার বিলে নিজস্ব ক্যাম্পাসে কলেজ ভবনে কার্যক্রম চালু হয়। ৭৫ বিঘার নিজস্ব ক্যাম্পাসের কলেজে বর্তমানে ইন্টার্নসহ চার শতাধিক শিক্ষার্থী রয়েছেন।
তবে দীর্ঘ ১২ বছরেও এখানে চালু হয়নি মেডিকেল কলেজ হাসপাতাল। এতে ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। ব্যবহারিক শিক্ষার জন্য তাদের যেতে হয় ৫ কিলোমিটার দূরের যশোর জেনারেল হাসপাতালে।
একনেকে প্রকল্প অনুমোদনের খবরে খুশি যশোরবাসী। সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতারা।
যশোরে ৫শ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ বাস্তবায়ন হয়েছিল আন্দোলনের মাধ্যমে। মেডিকেল কলেজ চালুর এক যুগ পেরিয়ে গেলেও হাসপাতাল বাস্তবায়ন হয়নি। একনেকের সভায় প্রকল্প অনুমোদন দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই খুশি হয়েছি।
যশোরে ৫শ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু বলেন, একনেকে প্রকল্প অনুমোদন হয়েছে, এটা খুশির খবর। আমরা চাই এই প্রকল্প দ্রুত কার্যকর হোক।