সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন সজল। কালের খবর

শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন সজল। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের শেষদিনে দিনমজুর ও অসহায়, দুস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
বৃহস্পতিবার বাদ জহুর ৭০ নং ওয়ার্ড শুণ্যারটেংরা জাতীয় শোক দিবসের দোয়া-মিলাদ ও তবারক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ৭০নং ওয়ার্ডের শুন্যারটেংরা ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এরআগে দিনভর আলেম-ওলামাদের দিয়ে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। শোক দিবস উপলক্ষে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় মাসব্যাপী কর্মসূচি পালনের শেষ দিনে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে আবারো নৌকায় ভোট চেয়েছেন তিনি।
মশিউর রহমান মোল্লা সজল বলেন, ৭৫এর ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন। তিনি বলেন, শত্রুরা বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ২১ আগস্টের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ্ রাব্বুল আলামীন জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি বলেন, আপনারা দোয়া করবেন আল্লাহতায়ালা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। তার জন্য আপনারা আল্লাহ সুবহানা তায়ালার কাছে দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মনির হোসেন মোল্লা মঞ্জু‘র সভাপতিত্বে ও ৬৪ নং ওয়ার্ড মাতুয়াইল উত্তরপাড়া ২ নং ইউনিট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইদুর রহমান মোল্লা সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল। এরআগে বৃহস্পতিবার দুপুরে শুন্যারটেংরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ সঞ্চালনায় বক্তব্যে রাখেন ৭০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মো: আব্দুল মালেক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com