রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি, কালের খবর :
ফরিদপুরের ৩৬১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। ঐসব শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে পালন করা হয় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
জানা যায়, এই জেলায় ৩১টি কলেজসহ ২৪৭ টি উচ্চ বিদ্যালয় ও ৮৩টি দাখিল মাদ্রাসা রয়েছে। এরমধ্যে ফরিদপুরের ২৯টি কলেজ, ১৮৭টি উচ্চ বিদ্যালয় ও ২২টি মাদ্রাসায় শহীদ মিনার আছে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
সালথা সরকারী কলেজ ও সদরপুরে ১টি কলেজসহ ৬০ উচ্চ বিদ্যালয় ও ৬১ মাদ্রাসাতে নেই কোন শহীদ মিনার। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ বা বাঁশ ও কাগজের তৈরি শহীদ মিনারে পালন করা হয় ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্বরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিৎ শহীদ মিনার। সরকারীভাবে কোন বরাদ্দ না থাকায় এসব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা সম্ভব হয়নি বলে শিক্ষকরা জানিয়েছেন।
জেলার কয়েকজন প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় প্রতি বছর কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি।
ফরিদপুর জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল বলেন, ভাষা শহীদদের স্বরণে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা উচিৎ। যদিও সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার করা গেলে চমৎকার হতো।
কালের খবর /২০/২/১৮