বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর গুমতি‌ বিকে উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব২০২৫ এসো‌‌ দেশ বদলাই,পৃথিবী বদলাই। কালের খবর মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর
ছোট বোন শেখ রেহানাকে সঙ্গেঁ নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কালের খবর

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গেঁ নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কালের খবর

 

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ থেকে, কালের খবর :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী, মহান নেতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৫৪ মিনিটের সময় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গেঁ নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গাড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে।
পরে ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহাপাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর দলীয় প্রধান হিসেবে কেন্দ্রিয় আওয়ামীলীগের নেতাকমী ও মন্ত্রীদের সঙ্গেঁ নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ ও কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগীগ, সেচ্চাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শ্রদ্ধাজ্ঞলীর ফুলে ফুলে ঢেকে যায় জাতির পিতার সমাধি।পরে, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর, দুপুরের দিকে দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু ভবনে থেকে অংশ নেন প্রধানমন্ত্রী। মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুসহ ৭৫ সালের ১৫ আগষ্ট নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্নদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এরআগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হ্যালিপ্যাড়ে এসে পৌছে সেখান থেকে গাড়ীযোগে ১১টা ৩৭ মিনিটের সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধি কমপ্লেস্কে পৌছান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com