বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক :
জাতিসংঘ অধিভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন -আইএইচআরসি-ইন্ডিয়া বাংলাদেশ চ্যাপ্টার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ভূমিহীনদের অধিকার শীর্ষক আলোচনা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকাল ১০ টায় রাধানীর ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ ৫০২ নং হলরুমে সংগঠনের সভাপতি আনন্দ মহল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি। তিনি বলেন আমরা দরিদ্র জনগোষ্ঠি নিয়ে কাজ করছি । জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জিডিপি বৃদ্ধি পেয়েছে। বেড়েছে মাথাপিছু আয়।
এছাড়া বর্তমান সরকারের আমলে মানুষের সচেনতা বৃদ্ধি পাওয়ায় এবং দেশ সর্ব দিক থেকে এগিয়ে যাওয়ায় দুর্যোগ হ্রাস পাচ্ছে। পাশাপাশি দেশে দরিদ্র জনগোষ্ঠীর বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় অভাব-অনটন অনেকটা কমে গেছে।
আমরা ভূমিহীনদের নিয়ে কাজ করছি। বিশ্ব দরবারে যেন আমরা আত্মমর্যাদা নিয়ে চলতে পারি, মাথা উঁচু করে চলতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি এ সময় আরো দবলেন,বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, এরই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
ইতিমধ্যে মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের দ্বারপ্রান্তে উপনীত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে মনোযোগী। অন্য অনেক উন্নয়নের পাশাপাশি এ দেশে গৃহহীন ও ভূমিহীন
অসহায় মানুষদের ভূমি ও গৃহদানের বিষয়টিতে ভূমিকা রাখায় জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে অনন্য হয়ে থাকবেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান আরো বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। এই হত্যাকারী চক্র দেশকে পিছিয়ে নিতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। এ সকল ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা ও ভিশন বাস্তবায়নে নিরলসভাবে
কাজ করে যাব। আবাও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করবে। অনুষ্ঠান উদ্ভোধন করেন শিরীন আহম্মেদ এমপি। তিনি এ সময় বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। মানবাধিকার
রক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। তাই মানবাধিকার রক্ষায় সবরকম সহযোগিতা করতে প্রস্তুত সরকার। শুধু এ কমিশন নয়, যেই মানবাধিকার রক্ষার ব্যাপারে কাজ করছে সরকার । অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষার বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। গ্রামীণ এলাকা ও তৃণমূল পর্যায়ের অধিকাংশ মানুষ এখনো তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। এসব মানুষকে সচেতন করতে হবে এবং ভূমিহীন ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে হবে।তিনি এ সময় আরো বলেন বর্তমানে সাংবাদিকরা
নির্যাতিত হচ্ছে,প্রতিনিয়ত গুম ও খুন হচ্ছে। যেন সাংবাদিকদের ওপর
হামলা-নির্যাতন ও হত্যা স্বাভাবিকতায় পরিণত হয়েছে। আমরা এর প্রতিকার
চাই। অনুষ্টানে উপস্থিত ছিলেন,ঢাকা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ
দেলোয়ার হোসেন,টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল
লতিফ,ঢাকা প্রেস ক্লাবের যুগ্ন-সম্পাদক মোঃ সানাউল্লাহ,মহিলা বিষয়ক
সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা,রাশেদা হামিদ অনি,ঢাকা প্রেস ক্লাবের
যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা,ভূমিহীন নেতা মোঃ আজাহার
আল,মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনা প্রদান করা
হয়।