বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর
টানা ৫মবার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। কালের খবর

টানা ৫মবার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। কালের খবর

 

কালের খবর প্রতিবেদক  :

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ।

মঙ্গলবার (৬ জুন) জাতীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অন্যান্য ক্যাটাগরির প্রতিযোগীতা গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
বিচারক মন্ডলীদের সার্বিক বিবেচনায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত করা হয়।
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটনের ৩৮০ নং দল হিসেবে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের রেজিস্টারভুক্ত হয়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল তা অনেকটা স্বার্থক। গৌরবের এই ২১ বছরে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সুনাম দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী সমাদৃত। স্কাউটিং হলো একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সেবামূলক সংগঠন। নাগরিক হিসেবে গড়ে তোলা এ আন্দোলনের অন্যতম লক্ষ্য। স্কাউটিং এর মাধ্যমে দেশের তরুন শ্রেণিকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের আদর্শ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে নিজেদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা সম্ভব। বর্তমান প্রজন্মকে স্কাউটিং এর সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত করে আরও বেগবান ও উদ্ভাবনী করে তোলাই হচ্ছে এ আন্দোলনের প্রধান লক্ষ্য। গ্রুপে রয়েছে একটি গ্রুপ কমিটি, যাতে পদাধিকারবলে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা। বর্তমানে গ্রুপ স্কাউট লিডার হিসেবে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন স্কাউটার মো. ইসমাইল হোসেন জাবেদ। প্রতিষ্ঠানটিতে কাব স্কাউট, স্কাউট ও বয়োজেষ্ঠ্য শাখা রোভারিং চালু রয়েছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তাদের থেকে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের স্কাউট নেতা হিসেবে নেতৃত্ব প্রদান করছেন ৩০ জন। এসব সুযোগ্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ প্রতি বছর সম্পাদন করে থাকে অসংখ্য আত্ম-উন্নয়ন ও সমাজ সেবামূলক কার্যক্রম। যা স্কাউটদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তুলতে ব্যাপক ভুমিকা রাখে। এই সব কার্যক্রম হলো জেলা, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক জাম্বুরী, ক্যাম্পুরী, রোভারমুট, কমডেকা, অ্যাডভেঞ্চার ক্যাম্প, ফ্রেন্ডশীপ ক্যাম্পে অংশগ্রহণ। এ পর্যন্ত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের ৭২ জন স্কাউট ও স্কাউট নেতা বিশ্বের ১২টি দেশে বিভিন্ন স্কাউটিং প্রোগ্রামে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন। স্কাউট শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ১৭ বছর ধরে গ্রুপ পর্যায়ে ৫ দিন ব্যাপি গ্রুপ ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া প্রতি বছর সমাজ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সম্পাদন করে, যেমন: ফ্রি রক্তের গ্রুপিং কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শীতবস্ত্র বিতরণ, ডেঙ্গু সচেতনতা উদ্বুদ্ধকরণ, শিশু স্বাস্থ্য পরিচর্যা প্রভৃতি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির প্রোগ্রাম এবং স্কাউট প্রোগ্রাম (স্কাউট সিলেবাস) বাস্তবায়ণের মাধ্যমে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে এ পর্যন্ত ১৪৫ জন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড/স্বীকৃতি) ও ১৫৩ জন সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড) এবং কাব স্কাউট শাখার ৬৬ জন শাপলা কাব অ্যাওয়ার্ড (কাব স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড) অর্জনের গৌরব লাভ করেছে। ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহ থানা, মহানগর, বিভাগ ও জাতীয় পর্যায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করে। এসব অর্জন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপকে দিয়েছে বাংলাদেশ স্কাউটস এর অন্যতম সেরা স্কাউট দলের মর্যাদা। ৫ম বারের মতো শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ায় প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকলকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এর জাতীয় পর্যায়ে ৯ম-১০ম শ্রেণি গ্রুপে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও স্কাউট ফাতিহা মাহদিয়া নূহা বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com