শনিবার, ০৩ জুন ২০২৩, ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে তিস্তানদী ভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ শামীম। কালের খবর চাঁপাইনবাবগঞ্জ তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত। কালের খবর কটিয়াদীর করগাঁও ইউনিয়নে এম পি নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর তিতাসের আ.লীগ নেতার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন। কালের খবর কিশোরগঞ্জের দানাপাটুলী ইউনিয়নে জন অংশগ্রহণ মূলক বাজেট সভা অনুষ্ঠিত। কালের খবর সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক। কালের খবর বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভা অনুষ্ঠিত। কালের খবর সুন্দরগঞ্জে মীরগঞ্জ শাখার জনতা ব্যাংক অন্যত্র সরিয়ে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে দোকান মালিক,গ্রাহকদের মানববন্ধন। কালের খবর মিশনে যাওয়া হলনা সেনা সদস্য সাইফুর রহমানের। কালের খবর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,কিশোরগঞ্জে সেই বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা। কালের খবর
শাহজাদপুরে পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের বসার ব্যবস্থা করলেন প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। কালের খবর

শাহজাদপুরে পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের বসার ব্যবস্থা করলেন প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। কালের খবর

 

মোঃ নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এতে পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে আসেন অভিভাবকরা। কেন্দ্রের বাইরে বসার জন্য নির্ধারিত স্থান না থাকায় অভিভাবকদের এদিক-ওদিক ঘোরাফেরা করে সময় কাটাতে হতো। ফলে রাস্তায় ও দোকানের সামনে দাঁড়িয়ে থেকে বিব্রতকর পরিস্থিতিতে থাকেন তারা।

তবে এবার সে ভোগান্তির নিরসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা অস্থায়ীভাবে অভিভাবকদের বসার স্থান করেছেন।

অভিভাবকদের বসার সুব্যবস্থার পাশাপাশি ওয়াশরুম ও সুপেয় পানির ব্যাবস্থাও করেছেন প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।

তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। অভিভাবক বাবুল হোসেন বলেন, নির্ধারিত স্থানে বসার সুযোগ করায় অনেক সুবিধা হয়েছে। মাননীয় এমপি মহোদয়কে এমন উদ্দ্যগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। রহিমা খাতুন বলেন, বিশেষ করে মহিলাদের কষ্ট হতো পরীক্ষা কেন্দ্রে এসে। এখন নির্ধারিত স্থানে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বসতে পারছি।

মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রী কলেজের সামনে ও উপজেলা ক্রীড়া সংস্থায় অভিভাবকদের বসার স্থান করা হয়েছে। দেখভালের দায়িত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ্র চৌধুরী, উপজেলা স্বেচ্ছেসেবকলীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার, সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি শফিকুল ইসলাম, কলেজ ছাত্র লীগের প্রচার সম্পাদক শাকিল প্রাং, আশিক আহমেদ, অনিক, অমিত মুরাদ প্রমুখ।

দেখভালের দায়িত্বে থাকা নেতৃবৃন্দরা বলেন, এমপি মহোদয়ের নির্দেশে অভিভাবকদের বসার স্থান করা হয়েছে। তাতে অভিভাবকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com