বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
কালের খবর :
অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব-১) ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ অভিযান পরিচালনা করেন। র্যাব ১-এর অপারেশন অফিসার সামিরা সুলতানা বিষয়টি জানিয়েছেন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘কিছু দিন আগে আমরা রাজধানীর নিকুঞ্জ থেকে দোলোয়ার হোসেন (২৯) এবং মঞ্জু (৪৫) নামের দুজনকে বিপুল মেয়াদোত্তীর্ণ, ভেজাল, নিম্ন মানের এবং আমদানিনিষিদ্ধ বিদেশি ওষুধসহ আটক করেছিলাম। তারা মূলত এ্যাপোলো হাসপাতালে এসব ভেজাল ওষুধ সরবরাহ করত।’
ম্যাজিস্ট্রেট আরো বলেন, আটক দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আজ বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের ফার্মেসি থেকে তিন লাখ টাকার ওষুধ জব্দ করি। পাঁচ লাখ টাকা জরিমানা করি এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে।’
সারোয়ার আলম বলেন, ‘দুজনকে আটক করার পরে এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনেক ওষুধ আমরা যাওয়ার আগেই সরিয়ে ফেলেছে। কারণ তাদের ভেতরে তো ভয় ছিল।’
কালের খবর/১৯/২/১৮