শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর
সুন্দরগঞ্জে একই বিদ‍্যালয়ে ২ জন প্রধান শিক্ষক, কেন্দ্র সচিবের দায়িত্ব পেল শিক্ষা কর্মকর্তা। কালের খবর

সুন্দরগঞ্জে একই বিদ‍্যালয়ে ২ জন প্রধান শিক্ষক, কেন্দ্র সচিবের দায়িত্ব পেল শিক্ষা কর্মকর্তা। কালের খবর

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে একই প্রতিষ্ঠানে দুইজন প্রধান শিক্ষকের দ্বন্দ্বের কারণে আসন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র বিদ্যালয়টিতে কেন্দ্র সচিবের দায়িত্ব পেলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার। দীর্ঘ ১০ বছর উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ে দুইজন প্রধান শিক্ষক থাকায় এসএসসি পরীক্ষা পরিচালনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ সহ পরীক্ষা কেন্দ্রের যাবতীয় কার্যক্রম পরিচালনা নিয়ে দেখা দিয়েছে নানা বিশৃঙ্খলা। অভিভাবক ও পরীক্ষার্থী সহ এলাকাবাসী রয়েছেন নানা উৎকণ্ঠায়। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) সচিবের দায়িত্ব প্রদান করেছেন উপজেলা শিক্ষকা কর্মকর্তাকে। এসএসসি পরীক্ষা কেন্দ্র ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন নিয়ে চলছিল নানা আইনি ও স্নায়ু যুদ্ধ। দীর্ঘ ১০ বছর ধরে ওই বিদ্যালয়ে দুইজন প্রধান শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হিসেবে দাবি করে আসছেন। এ নিয়ে আদালতে ডজন খানেক মামলাও রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে।ফলে বিদ্যালয়েটি পরিচালনা হচ্ছে দুইজন প্রধান শিক্ষক দিয়ে।দাবিদার প্রধান শিক্ষক এরা হচ্ছে মোছাঃ শামসাদ বেগম ও শরিফুল ইসলাম।এদিকে দুইজন প্রধান শিক্ষকই বলছেন তারা বৈধ প্রধান শিক্ষক।নিজ নিজ অবস্থান থেকে তারা দায়িত্ব পালন করছেন।এ নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা কল্পনা ও আলোচনার ঝড় উঠেছে। এলাকার কয়েকজনের সাথে কথা হলে তারা জানান,একটি পদ নিয়ে দুই জনের মধ্যে স্নায়ু যুদ্ধ চলছে।চলছে পাল্টা মামলা অভিযোগ।ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক রয়েছেন নানা উৎকণ্ঠায়।পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন নিয়ে কথা বলতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মমিন মন্ডল বলেন, বিদ্যালয়টি একটি ওই এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক দাবিদার। এ নিয়ে চলছে স্নায়ু যুদ্ধ।উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান (চলতি দায়িত্ব ) জানান,ঐ বিদ্যালয়টি নিয়ে মামলা রয়েছে একাধিক। পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব নিয়ে আছে জটিলতা।পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এবং পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com