রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
আক্তার হোসেন ভুইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বিশ্বের যে প্রান্তে যতটুকু শান্তি প্রতিষ্ঠিত আছে তা কেবল ইসলামের জন্যেই। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে কুরআন নাজিলের মাসে কুরআনী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, কল্যাণকামীই ইসলামের অন্যতম বৈশিষ্ট।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম শনিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা আয়োজিত ‘ইসলামী সমাজ গঠনে মাহে রমজানের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা আতহার নোমানী, ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম।
সংগঠনের উপজেলা সভাপতি এম.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ হোসেন মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুজাহিদ কমিটির সদর মুহাম্মদ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন আবু, ইসলামী আন্দোলন উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, মুহাম্মদ জসিম উদ্দিন সরকার, মুহাম্মদ কামাল হোসেন, শেখ মু. সাইফুল ইসলাম, মাওলানা শোয়াইব হোসেন, জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তফাজ্জল হোসেন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক ও আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনাকে জলাঞ্জলি দিয়ে সরকার দেশে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস প্রণয়ন করে ধর্মীয় সেন্টিমেন্টকে আঘাত করছে। দেশে হিন্দুত্ববাদী শিক্ষা চলতে পারে না। চলমান ২০২৩ সালের সকল বই বাতিল করে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের বিগত বছরের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থপাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। সরকারি হিসাবেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতোমধ্যে ৪০ বিলিয়ন ডলারের নিচে। ফলে অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্যও সরকার ঋণপত্র খুলতে পারছে না। জ্বালানির সঙ্কট মূলত সেখান থেকেই।