বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কটিয়াদীর করগাঁও ইউনিয়নে এম পি নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর তিতাসের আ.লীগ নেতার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন। কালের খবর কিশোরগঞ্জের দানাপাটুলী ইউনিয়নে জন অংশগ্রহণ মূলক বাজেট সভা অনুষ্ঠিত। কালের খবর সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক। কালের খবর বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভা অনুষ্ঠিত। কালের খবর সুন্দরগঞ্জে মীরগঞ্জ শাখার জনতা ব্যাংক অন্যত্র সরিয়ে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে দোকান মালিক,গ্রাহকদের মানববন্ধন। কালের খবর মিশনে যাওয়া হলনা সেনা সদস্য সাইফুর রহমানের। কালের খবর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,কিশোরগঞ্জে সেই বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা। কালের খবর ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা তাড়াশে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবদুস সালাম বি.এস.সি। কালের খবর
রাজধানীতে মাসব্যাপী জনতার মঞ্চ ফাউন্ডেশন এর ইফতার বিতরণের উদ্ভোধন করা হয়। কালের খবর

রাজধানীতে মাসব্যাপী জনতার মঞ্চ ফাউন্ডেশন এর ইফতার বিতরণের উদ্ভোধন করা হয়। কালের খবর

নিজস্ব প্রতিনিধি, কালের খবর : পবিত্র রমজান উপলক্ষে জনতার মঞ্চ ফাউন্ডেশন এর উদ্দ্যোগে শতাধিক এতিম অসহায় ছাত্রদের মাঝে ইফতার বিতরন করা হয়।

আজ সোমবার ২৭ মার্চ ঢাকার মানিকনগরে “মারকাযুল কোরান শায়েখ যাকারিয়া মাদ্রাসায়’ এ ইফতার বিতরণের মাধ্যমে জনতার মঞ্চ ফাউন্ডেশন এর মাসব্যাপী কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল আমীন, সংবাদ বিষয়ক সম্পাদক মোঃ বাবুল ব্যাপারী, দপ্তর সম্পাদক মো: আবদুল মালেক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, আমরা চেষ্টা করি আমাদের মতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরাও যেনো রমজানের আনন্দ উপভোগ করতে পারে।

এমডি বাবুল ভূঁইয়া জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের সংগঠন থেকে মাসব্যাপী ইফতার, সাহরী উপহার হিসেবে বিতরণ কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য ঈদ খাদ্য সামগ্রী উপহার দেওয়ার উদ্দ্যোগ গ্রহন করেছে ।

এছাড়াও রাজধানীর পথেপ্রান্তে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে থাকা সুবিধা বঞ্চিতদের জন্য়ে প্রতিদিন ইফতারির পাশাপাশি সাহরী বিতরণ করা হবে।

বাবুল ভূঁইয়া আরোও বলেন, আমাদের নিজস্ব কোন চাওয়া পাওয়া নেই , মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

তিনি বলেন, রমজান মাস আসলে ব্যাক্তিগত ছাড়াও সমাজের অনেক উচ্চবিত্ত এবং সামাজিক সংগঠন আছে নিজেরা চাঁদা তোলে ইফতার পার্টি করে নিজেরাই ভোজনে ব্যস্ত হয়ে পড়েন। সমাজের ঐসব উচ্চবিত্ত এবং সংগঠন গুলোর প্রতি আহবান জানিয়ে বাবুল ভূঁইয়া বলেন, নিজেরা ভোজনে ব্যস্ত না হয়ে সেই অর্থ যেনো সমাজের মধ্যবিত্তসহ অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। তাতে করে কিছু মানুষের মুখে আহার তোলে দেওয়া যাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন বলেন, আমাদের সংগঠন জনতার মঞ্চ ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত এতিম ছাত্রদের মাঝে এই ইফতার বিতরণ করার মাধ্যমে কিছুটা হলেও উষ্ণতার পরশ ছড়িয়ে দিয়েছে ।

তিনি বলেন, আমাদের এই পথচলায় সকল উপদেস্টা, সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীসহ যারা সর্বদা ‘ জনতার মঞ্চ ফাউন্ডেশন ‘ এর পাশে থেকে আমাদের সাহস যুগিয়েছেন, পথ দেখিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভ কামনা জানাই।

পরে দেশবাসী সহ সংগঠনের সাথে জড়িত এবং সকল শুভাকাঙ্খীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com