বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ জুয়া খেলার সামগ্রী ও টাকাসহ ৪ জুয়ারিকে আটক করেছে। গতকাল রোববার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের ধলু মিয়ার বাড়ির পিছনে বাঁশঝাড়ের ভিতর থেকে জুয়ার আসর হতে রমজান আলী,শফিকুল ইসলাম,জাকির হোসেন ও বাদশাহ মিয়া নামের চারজন জুয়ারিকে আটক করা করেছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সরকার জানান, জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।সোমবার সকালে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।