শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ জুয়া খেলার সামগ্রী ও টাকাসহ ৪ জুয়ারিকে আটক করেছে। গতকাল রোববার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের ধলু মিয়ার বাড়ির পিছনে বাঁশঝাড়ের ভিতর থেকে জুয়ার আসর হতে রমজান আলী,শফিকুল ইসলাম,জাকির হোসেন ও বাদশাহ মিয়া নামের চারজন জুয়ারিকে আটক করা করেছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সরকার জানান, জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।সোমবার সকালে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি