সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর
নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের এডহক কমিটি গঠন। কালের খবর

নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের এডহক কমিটি গঠন। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সফিকুল ইসলামকে আহবায়ক ও সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমনকে সদস্য সচিব করে নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন এর এডহক কমিটি গঠিত হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সংগঠনের ২০২১-২০২২ মেয়াদের কমিটি নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হওয়ায় সাংগঠনিক শূণ্যতা সৃষ্টি হলে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এডহক কমিটি গঠন করা হয়।

গত ৪ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দে সংগঠনের সাধারণ সদস্যরা ১৫ সদস্যের এডহক কমিটি গঠন করেন।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল ইসলামের নাম এডহক কমিটির আহবায়ক হিসাবে প্রস্তাব করেন সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমন। তখন উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব মেনে নেন তিনি।

এ সময় সদস্যরা আহবায়ককে পূর্ণাঙ্গ এডহক কমিটি গঠনের দায়িত্ব দেন। পরে পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। উক্ত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে ভোটার তালিকা ও গঠনতন্ত্র হালনাগাদ এবং নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নতুন কমিটি তৈরির দায়িত্ব দেয়া হয়।

সভায় ‘নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২১-২০২২’ মেয়াদোত্তীর্ন হওয়ায় বিলুপ্তি ঘোষণা করা হয়। মাসিক চাঁদা পরিশোধ করে সবাইকে সদস্যপদ হালনাগাদ করার অনুরোধ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দেশে বিদেশে থাকা গ্র্যাজুয়েটদের এ সংগঠনে সদস্য হওয়ারও আহবান জানান।

এডহক কমিটির তালিকা-আহবায়ক : মোঃ সফিকুল ইসলাম (আদালত পাড়া)। সদস্য সচিব : সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমন।

সদস্য: মো. সফিকুল ইসলাম (আলম নগর), এডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট মাসুম মিয়া, এডভোকেট মিজানুর রহমান, গোলাম মোঃ সোহরাব হোসেন, এডভোকেট মোঃ জামাল উদ্দিন, প্রফেসর মোহাম্মদ আমজাদ হোসেন, খন্দকার এনামুল নাছির, গোলাম গোসেন খান টিটু, আবদুল আওয়াল শ্রাবন, শওকত ওসমান, মো. দীন ইসলাম, এস এম বিল্লাল হোসেন প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com