সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
সাঈদ ইবনে হানিফ, কালের খবর ঃ যশোর সদরের মিনি শিল্প নগরী বসুন্দিয়ায় অবস্থিত ,( প্রেসক্লাব) বসুন্দিয়ার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায়,বসুন্দিয়ার সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, প্রেসক্লাব বসুন্দিয়ার দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় এবং সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাব বসুন্দিয়ার প্রধান উপদেষ্টা ও দৈনিক সমাজের কথা`র স্টাফ রিপোর্টার লাবুয়াল হক রিপন।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রোগী দেখেন ও ফ্রি ঔষধ বিতরণ করেন, গাইনী বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: নিকুঞ্জ বিহারী গোলদার, যশোর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডা: আরিফুল ইসলাম, মূখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ, বন্ধন হসপিটাল যশোর।
সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক এজিএম,এম এ করিম,সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।