সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা। কালের খবর ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে জুলাই যোদ্ধা খাগড়াছড়ির হামিদুল সরকারকে আর্থিক অনুদান। কালের খবর গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন। কালের খবর সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোমতি ইউনিয়ন একাদশ। কালের খবর “চট্টগ্রামে বাগেরহাটবাসীর সরব প্রতিবাদ : ৪ আসনের দাবিতে মানববন্ধন। কালের খবর “ সাংবাদিকতা থেকে দালাল ও দুষ্টকীটদের বর্জন করুন’: কাদেরী শওকতের ডাক। কালের খবর “ভাঙা রাস্তায় আর নয় নীরবতা, এবার জবাবদিহির সংস্কার চান মেয়র শাহাদাত”। কালের খবর নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ বিএনপি নেতা আটক : কালের খবর ডেমরার ডগাইর পশ্চিম পাড়া ইউনিট বিএনপির উদ্যোগে ২৪ শে গনঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। কালের খবর
তাড়াশ উপজেলায় পৌর প্রেস ক্লাবের এক বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর

তাড়াশ উপজেলায় পৌর প্রেস ক্লাবের এক বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের তাড়াশের পৌর প্রেস ক্লাবের এক বছর পূর্তি উৎসব করা হয়েছে। এ উপলক্ষে সমাজের অন‍্য,অবিচার,ও দুর্নীতির বিরুদ্ধে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সংবাদকর্মীদের আপসহীন থাকার ওপর গুরুত্বারোপ করেন। এই আয়োজনে সমস্ত সহযোগিতা করেছে ক্লবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন শরিফ।

ক্লাব সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খাঁন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ‍্যুৎ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হাসান রুবেল,এবং সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ সহ সংগঠনটির সদস‍্য বিন্দু ও গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ। প্রবীণ সাংবাদিক মুন্না হুসাইন, ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুর ইসলাম। স্বাগত বক্তব্য দেন পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছাব্বির মির্জা ও পৌর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ করিম বস্ক এ অনুষ্ঠান পরিচালনা করেন পৌর প্রেস ক্লাবের সভাপতি শরিফ উদ্দিন শরিফ।

তাড়াশ পৌর প্রেস ক্লবের সভাপতি শরিফ উদ্দিন বলেন, ‘সাংবাদিকরা ঝুঁকির মধ্যেই ২৪ ঘণ্টা কাজ করে থাকেন। সাংবাদিকদের একদিকে যেমন আর্থিক নিরাপত্তা নেই, তেমনি নেই পেশাগত নিরাপত্তাও। নানা ক্ষেত্রে তাঁরা অবহেলিত। বিরাজমান সমস্যা সমাধানে সরকারের কার্যকরী ভূমিকা আরো বেশি প্রয়োজন।’

পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছাব্বির মির্জা বলেন, ‘সাংবাদিক সমাজকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে অতীতের ন্যায় সোচ্চার হতে হবে। পেশাগত ও দলীয় পরিচয় যা-ই হোক আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে তাড়াশ উপজেলার রয়েছে অসামান্য অবদান ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা গরে তুলব সোনার বাংলাদেশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com