সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়.. সচিব মুসলিম উদ্দিন চৌধুরী

শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়.. সচিব মুসলিম উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি : শিক্ষকেরা যোগ্য করে গড়ে তুলেছেন বলেই এত দূর আসতে পেরেছেন বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মুসলিম উদ্দিন চৌধুরী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন হিসাববিজ্ঞান সমিতির সংবর্ধনার জবাবে তিনি এ মন্তব্য করেন।
মুসলিম উদ্দিন চৌধুরী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আসার পেছনে আমার যোগ্যতা-তো রয়েছেই, সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়। আমার শিক্ষকেরা যোগ্য করে গড়ে তুলেছেন সেজন্য আমি এত দূর আসতে পেরেছি।’
বিশ্ববিদ্যালয়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, আমার শিক্ষকেরা আমাকে বলতেন ‘ঘোরাঘুরি করলে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারবে না। ভালো করে পড়ে প্রথম বিভাগের অধিকারী হও।’
বিকেলে বেলুন উড়িয়ে প্রীতি সমাবেশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। পরে সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচা্র্য কবি কাজী নজরুল ইসলাম চৌধুরীর কবিতা উদ্ধৃত করে বলেন, ‘আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলার পথে নানা অন্ধকার ও বাধা আসবে। সেই বাধা কাটিয়ে উঠতে পারলে আমরা সর্বোচ্চ স্থানে যেতে পারব। মুসলিম চৌধুরী, ওয়াসিকা আয়েশা খান ও এমএ সালামসহ আরও অনেকে এর প্রমাণ।’

সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালামকেও সংবর্ধনা দেওয়া হয়।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, হিসাববিজ্ঞান সমিতির ঢাকা বিভাগের আহ্বায়ক কাজী গিয়াস উদ্দিন,বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি আহমেদ সালাহউদ্দিন বক্তব্য দেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com