মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণার আত্মহত্যা। কালের খবর রিয়াদে জমকালো আয়োজনে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কালের খবর কুষ্টিয়ায় পানি শুন্য গড়াই , নলকূপ উঠছে না পানি। কালের খবর প্রচন্ড তাপদাহে ফসলের মাঠে মেঘনার কৃষাণীরা! কালের খবর প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ, অনেকটাই ফাঁকা ঢাকার রাজপথ আঙ্গুল ফুলে কলাগাছ : একান্ত সহযোগী রুবেল, অল্প দিনে কোটিপতি ! পর্ব-১। কালের খবর যৌথ বাহিনীর অভিযান: থানচি-রুমা-রোয়াংছড়ি ভ্রমণে বারণ সাতক্ষীরার দেবহাটায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত পাঁচ। কালের খবর
শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়.. সচিব মুসলিম উদ্দিন চৌধুরী

শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়.. সচিব মুসলিম উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি : শিক্ষকেরা যোগ্য করে গড়ে তুলেছেন বলেই এত দূর আসতে পেরেছেন বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মুসলিম উদ্দিন চৌধুরী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন হিসাববিজ্ঞান সমিতির সংবর্ধনার জবাবে তিনি এ মন্তব্য করেন।
মুসলিম উদ্দিন চৌধুরী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আসার পেছনে আমার যোগ্যতা-তো রয়েছেই, সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়। আমার শিক্ষকেরা যোগ্য করে গড়ে তুলেছেন সেজন্য আমি এত দূর আসতে পেরেছি।’
বিশ্ববিদ্যালয়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, আমার শিক্ষকেরা আমাকে বলতেন ‘ঘোরাঘুরি করলে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারবে না। ভালো করে পড়ে প্রথম বিভাগের অধিকারী হও।’
বিকেলে বেলুন উড়িয়ে প্রীতি সমাবেশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। পরে সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচা্র্য কবি কাজী নজরুল ইসলাম চৌধুরীর কবিতা উদ্ধৃত করে বলেন, ‘আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলার পথে নানা অন্ধকার ও বাধা আসবে। সেই বাধা কাটিয়ে উঠতে পারলে আমরা সর্বোচ্চ স্থানে যেতে পারব। মুসলিম চৌধুরী, ওয়াসিকা আয়েশা খান ও এমএ সালামসহ আরও অনেকে এর প্রমাণ।’

সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালামকেও সংবর্ধনা দেওয়া হয়।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, হিসাববিজ্ঞান সমিতির ঢাকা বিভাগের আহ্বায়ক কাজী গিয়াস উদ্দিন,বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি আহমেদ সালাহউদ্দিন বক্তব্য দেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com