মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে অপহরণকারী সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দিলেন প্রতিবন্ধী যুবক। কালের খবর কক্সবাজারে গভীর রাতে রেস্তোরাঁ দখলে নিতে দফায় দফায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কালের খবর মেয়েদের কোন অঙ্গটি ২ মাস পরপর পরিবর্তন হয় বাঘারপাড়ায় গৃহবধূ লিমা খাতুন হত্যাকাণ্ডের অভিযোগে শাশুড়িসহ তিনজন আটক। কালের খবর কিছু যৌন উত্তেজক ঔষধ এর নাম এবং কি খেলে সেক্স বাড়ে ? নবীনগরে ৩ কোটি টাকার সরকারি জমি দখল করে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন। কালের খবর বাঘারপাড়ার আলাদীপুর বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৪জন আহত। কালের খবর সিএমপি ইপিজেড থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার। কালের খবর পাহাড় কাটার সংবাদ প্রকাশের জের পরিবেশের মামলায় উল্টো ৩ সাংবাদিক আসামী। কালের খবর দৈনিক ক্রাইম সংবাদ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। কালের খবর
নবীনগরে ৮বছর পর আ’লীগের সম্মেলন, কে আসছে আগামী’র নেতৃত্বে? কালের খবর

নবীনগরে ৮বছর পর আ’লীগের সম্মেলন, কে আসছে আগামী’র নেতৃত্বে? কালের খবর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আগামী ২৭ নভেম্বর রবিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সামনে রেখে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বেশ প্রতিযোগীতার মধ্যে দিয়ে পৌরসভাসহ ২২টি ইউনিয়নের ১৮৯টি ওয়ার্ড কমিটির মধ্যে ১৭০টি ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যামে গঠিত হলেও সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে দলটি।
দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগ দুই
ধারায় বিভক্ত হয়ে আছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সাংসদ এবাদুল করিম বুলবুল অপর গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। যদিও নেতারা গ্রুপিং বিষয়টি স্বীকার করতে চাচ্ছেন না, তারা বলছেন ‘আমাদের মাঝে কোন গ্রুপিং নেই তবে আমাদের যার যার সমর্থক রয়েছে। অনেকে মনে করেন এ গ্রুপিং-এর কারনে ইউনিয়ন সম্মেলনগুলো অনুষ্ঠিত হতে পারেনি।


ইউনিয়ন সম্মেলন না হলেও প্রতিটি ইউনিয়ন থেকে ৩১জন করে কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সভাপতি হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে-বর্তমান সাংসদ এবাদুল করিম বুলবুল,বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল, দলের সিনিয়র সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান।
সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম গোলাম শাহরিয়ার বাদল।এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন জহির উদ্দিন সিদ্দিক টিটু, এডভোকেট শিব শঙ্কর দাস, ব্যারিস্টার জাকির আহমেদ,বোরহান উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম।
বর্তমান সভাপতি ফয়জুর রহমান বাদল বলেন,সম্মেলন সুন্দর,শান্তিপূর্ন ও পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে। তিনি আরো বলেন যদি সকলে মিলে বা কেন্দ্রীয় নেতারা সমঝোতার মধ্যে দিয়ে আমাকে কোন দায়িত্ব নিতে বললে আমি নিব। আর যদি ভোটের মাধ্যমে হয় তাতেও আমার কোন আপত্তি নাই। আমাদের মাঝে কোন গ্রুপিং নাই আমাদের যার যার সমর্থক রয়েছে।
সম্মেলন উদ্বোধন করবেন জেলা আ’লীগের সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন অবসর ড.এবি তাজুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমোখ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান বাদল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com