জানা যায়, নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিনজন। তারা হলেন বাস প্রতীকে মো. আশিকুর রহমান, বই প্রতীকে মুহাম্মদ শফিকুল ইসলাম ও ছাতা প্রতীকে মো. আব্দুল গফফার।
সহ-সভাপতির দুটি পদে লড়ছেন পাঁচজন। আমিনুল ইসলাম মোল্যা, মো. রুস্তম আলী, মো. শফিকুল ইসলাম, সালমিন আলম, মো. মামুনুর রশীদ।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন মাহফুজুর রহমান, শেখ জাকের উল্লাহ চৌধুরী, তানজির হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. মিন্টু শেখ, আল আমিন, আবু সাঈদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন শুভ্র ব্রক্ষ, মো. মারনুজ রহমান এবং মহিলা সম্পাদক পদে লড়ছেন, মাকসুদা সুলতানা ও সানজিদা খানম।
আর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম হাওলাদার, অর্থ সম্পাদক পদে আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী ইকবাল পাটোয়ারী এবং প্রচার সম্পাদক পদে ইব্রাহীম খলিল রেজা।
১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে চলবে ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিআরটিএর উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ।