মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএফইউজে’র রিপোর্ট সাংবাদিক নিপীড়নের চিত্র : ১১ মাসে খুন, হামলা, মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার ২৯৬ সাংবাদিক। কালের খবর সরকারের চাপে পড়ে যে কজন হেভিওয়েট নেতা বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন। কালের খবর মানবতার সেবায় উদাহরণ হয়ে থাকবেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। কালের খবর সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে নৌকার মনোনয়ন পেলেন মোঃ চয়ন ইসলাম। কালের খবর আসন্ন সংসদ নির্বাচনে রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা। কালের খবর প্রতিদিন পাচার হচ্ছে ৪০-৫০ লাখ টাকা, ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। কালের খবর দলের মনোনয়ন-বঞ্চিত হয়ে চট্টগ্রাম -১১ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একাত্মতায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কালের খবর মাশরাফির আসনে স্বতন্ত্র প্রার্থী-সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। কালের খবর মুরাদনগরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ভাঙচুর মামলা নেয়নি ওসি নিরাপত্তাহিনতায় ভুক্তভোগি পরিবার। কালের খবর যশোর ৪ আসনে (এনামুল হক বাবুল) নৌকার মনোনয়ন পাওয়ায় বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। কালের খবর
নওগাঁয় শিক্ষা সফরের বাস উল্টে নিহত ২, আহত ৪০

নওগাঁয় শিক্ষা সফরের বাস উল্টে নিহত ২, আহত ৪০

নওগাঁ প্রতিনিধি, কালের খবর :

নওগাঁয় শিক্ষা সফরের একটি বাস উল্টে এক অভিভাবকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বাইপাস সড়কে তুলশীগঙ্গা ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাখরা গ্রামের গুলজার আলীর ছেলে লিটন হোসেন (৩৫) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫)।

এদিকে দুর্ঘটনার পর আহতের উদ্ধার করে ২৮ জনকে নওগাঁ সদর হাসপাতালে ও চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার পাশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোলামগাড়ী হাট এলাকার ব্রাইট ফিউচার একাডেমী নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ প্রায় ৭০ জন একাটি বাস নিয়ে নওগাঁয় শিক্ষা সফরে আসে। তারা নওগাঁর শখের পল্লী বিনোদন কেন্দ্র ভ্রমণ শেষে পাশের ডানা পার্কে যাচ্ছিল। পথে তুলশীগঙ্গা ব্রিজের কাছে বাসটি ঘুড়ানোর সময় সড়কের পাশে গভীর খাদে উল্টে যায়।

নওগাঁ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ সহকারী পরিচালক এস এম মুরশেদ জানান, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা উদ্ধার চালান তারা।

তিনি আরো জানান, বাসের চাপা পড়ে ঘটনাস্থলেই শিক্ষার্থীর অভিভাবক লিটন হোসেন ও শিক্ষা সফরের বাবুর্চি জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় শিক্ষার্থী আসিফ (৯), হেলাল (৭) রাহুল (১১) লিমা (১৩), আরসিনা (১৪), তোরিকুল (১০) সাদিয়া (১৩), আসিক (১০), রিয়া (১০), তামান্না (১০), রাজিবুল (১৫), তুষার (৭), মৃদৃল (১১) ও অভিভাবকদের মধ্যে মজিদা (৪০) মোশারফ (৪৫), ফাতেমা (৫০),তপন (৪০), বেলাল (২৬), আনজুয়ারা (৩০), শহীদুল (৪০), মাহফুজুল (৩২), শারমিন (২২), দেলোয়ার (৫০), শামেকা (২২), রাহান (২০) সহ অন্তত ৪০ জন আহত হন।

এ ঘটনার পরপরই নওগাঁ সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল মালেক, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তারা দুর্ঘটনাকবলিতদের খোঁজ-খবর নেন ও চিকিৎসাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

কালের খবর/১৫/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com