রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
মোঃ শহিদুল ইসলাম, কালের খবরঃ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী ফারদিন, গানের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও করেছেন অভিনয়, কিন্তু সকলেই তাকে সংগীতশিল্পী হিসেবে বেশি চেনে। এবার তাকে দেখা যাবে কলকাতার সিনামায়, গানের পাশাপাশি বর্তমানে অভিনয়ে ও বেশ জনপ্রিয় ফারদিন, ঈদে চ্যানেল আইয়ের প্রচারিত নাটক কাফফারা বেশ জনপ্রিয়তা পায়, ফারদিন নাটকের পাশাপাশি তামিল ছবিতে অভিনয় করেছেন এখন তিনি নতুন করে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সিনেমায়, ছবিটি পরিচালনা করছেন তুলসী লাহিড়ী।
কলকাতার জনপ্রিয় ডিজে প্রোডাকশন এর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি ছবিটির শুটিং হবে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার কিছু লোকেশনে।
ফারদিন বলেন এই ছবিতে আমাকে দেখা যাবে বোবা খলনায়ক এর চরিএে। এই ছবির জন্য অলরেডি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে গেছি, এছাড়াও ছবিতে আমার নিজের গাওয়া একটি গান থাকবে।