রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
সাঈদ ইবনে হানিফ , কালের খবর : যশোর-সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (৯ সেপ্টেবর ২০২২ ইং,) সকাল ৯টায় উপজেলার বসুন্দিয়া (মোড়ের) আল- আমিন ফ্রী ক্যাডেট স্কুলে, স্থানীয় প্রেসক্লাব বসুন্দিয়ার উদ্ব্যেগে দিন ব্যাপি এই ফ্রী চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন, দেশবরেণ্য গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার।
প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য লায়লা বেগম, পল্লী বিদ্যুৎ বসুন্দিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ তারেক মাহবুব। আল- আমিন ফ্রী ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন ফারাজী, সহ স্থানীয় সমাজ সেবক এবং সুধীজন ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন । সংক্ষিপ্ত আলোচনার পর অনুষ্ঠানটি উদ্বোধন করেন, প্রেসক্লাব বসুন্দিয়ার উপদেষ্টা লাবুয়াল হক রিপন । এসময়ে তারা ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের মানবিকতার প্রশংসা করেন।
ফ্রী চিকিৎসা ক্যাম্পটি পরিচালনায় সহযোগিতা করেন,
প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সহ-সাধারন সম্পাদক শেখ গফ্ফার রহমান, প্রচারও প্রকাশনা সম্পাদক শ্রী অমল কৃষ্ণ পালিত, দপ্তর সম্পাদক মিজানুর ররহমান লিটন, সদস্য – সাঈদ ইবনে হানিফ, শেখ আব্দুল জব্বার, আব্দুর রশিদ প্রমুখ।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার সহ মেডিসিন ডাক্তার রায়হানুল ফেরদৌস এর অধীনে এলাকার প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। উল্লেখ্য, ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার দেশের সুনামধন্যে একজন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসা সেবায় তার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে অনেক । এজন্য তিনি দিনদিন মানুষের কাছে সমাদৃত হচ্ছেন ।